ডিজিটাল প্রযুক্তিতে আত্মনির্ভরশীল কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ

২০ এপ্রিল, ২০২০ ১৭:৪৬  
ডিজিটাল প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হতে কৌশলপত্র তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ । এই কৌশলপত্রে দেশেই ডিজিটাল রূপান্তরের জন্য প্রয়োজনী হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন উৎপাদনে সক্ষমতা বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে। আগামী তিন বছরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে। সোমবার একটি ভিডিও বৈঠকে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কৌশলপত্রটি তৈরি করে সবার মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও সাড়ে ৩ কোটি হোয়াটস অ্যাপ ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ-বট  এবং ভাইবার-বট তৈরি করা হচ্ছে বলেও বৈঠকে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এমআইএসটি, শাস্ট ও বুয়েট ছাড়াও ওয়ালটন এবং মাইওয়ান ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেছে। সপ্তাহ খানেকের মধ্যে এর দেশে তৈরি ভেন্টিলেটর সরবরাহে ইতিবাচক খবর জানানো সম্ভব হবে। বৈঠকে আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব প্রমুখ উপস্থিত ছিলেন।